জাতীয় পার্টির (জাপা) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
আজ দুপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়াকে জাপার কাকরাইল অফিসের সামনে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে সেখানে তার জানাজায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ জাপার শীর্ষনেতারা অংশ নেন। জানাজা শেষে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন