নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কোন নতুন কর আরোপ ছাড়াই ২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নে মোট ৫৮৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম।
মঙ্গলবার দুপুরে শহরের ডিআইটি আলী আহাম্মদ চুন্কা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভা প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যায় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৭৮০ টাকা ও উন্নয়ন খাতে আয় ৩৮৪ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৭৯ টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯৫ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৪৬৪ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৪৭৯ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র আইভী বলেন, ২০১১ থেকে ২০২২ পর্যন্ত সিটি করপোরেশনে ৬৮টি মাসিক সভায় ২৬৭৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন করা হয়েছে। তার মধ্যে ২০৪৪টি গৃহীত প্রকল্পের বিপরীতে ২৮৯১ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।
উল্লেখিত প্রকল্পসমূহের মধ্যে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৬৯২ কোটি ৭১ লাখ ৭৮০ হাজার টাকার, নারায়ণগঞ্জ অঞ্চলে ৯৩১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা এবং বন্দর কদমরসুল অঞ্চলে ৫০৪ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে (এলইডি বাতি স্থাপন) ৪৭ কোটি, নাসিকের কঠিন বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও সীমানা প্রাচীর নির্মাণ এবং বালু ভরাটকরণ কাজে ৩৩৪ কোাটি ৭৫ লাখ, নাসিকের পরিছন্ন কর্মী নিবাস নির্মাণ প্রকল্পে ১১৪ কোটি ৪২ লাখ ৩ হাজার, রিক্সা ভ্যান এর টিনপ্লেট তৈরী ও বিতরণ ১৫ লাখ ৮৩ হাজার, নাসিকের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক ২৬৬ কোটি ১৯ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ২৪২১ কোটি ৩৭ লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ চলমান আছে। নিজস্ব অর্থায়নে ২০১১ সাল থেকে অদ্যাবধি ৫৮৭ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। গৃহীত প্রকল্পসমূহের বিপরীতে ৩৫৬ কোটি ৩২ লাখ ৭ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ১৬৫ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন