পটুয়াখালীতে নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহর সংলগ্ন লাউকাঠী নদীর উত্তর তীরে গোডাউন সংলগ্ন নদী থেকে রাহুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
রাহুল লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র। সে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকার বাবু সমাদ্দারের ছেলে। রাহুল লাউকাঠী এলাকায় তার পিসি’র (ফুফু) বাড়িতে থেকে শহীদ স্মৃতি বিদ্যানিকেতনে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে রাহুল নদীর তীরে বøকের উপর দাঁড়িয়ে পা ধুইতেছিলো। এ সময় পা ফসকে নদীতে পড়ে যায় সে। রাহুল সাঁতার না জানায় তাকে ¯্রােতে নদীর গভীরে নিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে প্রায় দেড় ঘন্টা পর রাহুলের মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, রাহুল সমাদ্দার নদীতে পা ধোয়ার সময় পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করে। সে স্থানীয় শহীদস্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র।
বিডি প্রতিদিন/এএম