নেত্রকোনার কলমাকান্দা খালের পানিতে ডুবে মো. হাবিবুর রহমান (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল খালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।
জানা গেছে, হাবিবুর রহমান আতকাপাড়া গ্রামের স্যায়িদুনা ওমর রা. হিফজুল কুরআন ক্বওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশুনা করতো। শুক্রবার সকালে সে বাড়ি থেকে মাদ্রাসায় যায়। সেখানের টাঙ্গাইল খালে কয়েকজন বন্ধু’র সাথে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম