রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ হুসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমকে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এদিকে, জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হুসাইনকে ছাড়তে দুই ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
চার দফা দাবিতে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদের সামনে গণঅনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ আলটিমেটাম দেন শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
এ সময় শামসুল আরেফিন বলেন, আমরা যথেষ্ট ধৈর্য ধরে আছি। পুলিশ আমাদের ওপরে এত বড় হামলা করে সামান্য এক বোতল কাণ্ডে আমাদের ছোট ভাইকে তুলে নেওয়া হয়েছে। তাকে ছেড়ে দিতে দুই ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, বোতল কাণ্ডের ঘটনায় দুই ঘণ্টার মধ্যে তাকে ছেড়ে দিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন এবং শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। আমরা প্রতিনিধি দল পাঠাচ্ছি তাকে তাদের কাছে হস্তান্তর করুন নতুবা ডিবি কার্যালয় ঘেরাও করা হবে। আমরা জুলায়ের বীর আমাদের চিনতে ভুল করবেন না।
শামসুল আরেফিন বলেন, আমাদের দাবি মেনে নিন। আমরা দুই মিনিটে পড়ার টেবিলে ফিরে যাব। প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে। আপনারা আমাদের রক্তচক্ষু দেখাবেন না।
শিক্ষার্থীদের চার দফা হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।
বিডি-প্রতিদিন/বাজিত