নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় দর্শণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন। এই মেলা চলবে আগামী ১৯ ফ্রেরুয়ারি পর্যন্ত।
জানা যায়, দেশের প্রতন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ ও কারুশিল্পের ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। এই মেলায় পল্লী অঞ্চলের কারুশিল্পীদের প্রদর্শনীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্প, শখের হাঁড়ি, নকশিকাঁথা, জামদানি শাড়ি, শতরঞ্জি, কাঠ বেত ও বাঁশের কারুশিল্প, শীতলপাটি, তামা-কাঁসা পিতলের কারুপণ্য ও পাটের কারুশিল্পসহ হস্তশিল্পের নানা ধরণের আকর্ষণীয় সামগ্রীর সমাহার ঘটেছে। এবারের মেলায় কারুশিল্পী প্রদর্শনীসহ ১০০ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত লোকজ মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক এস এম রেজাউল ইসলাম বলেন, আমরা আশা করছি, প্রতিবছরের মতো এবছরও এটা অত্যন্ত আনন্দঘনভাবে শেষ হবে। দর্শনার্থী সমাগমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে মেলার শেষ দিন পর্যন্ত এমন উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে বলে আশা করছেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় মেলার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি প্রতিদিন/হিমেল