পল্টনে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব প্রান্তে সিএনজির ধাক্কায় আহত হওয়া অনিতা বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি একটি সিএনজির ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। নিহত নারী আওয়ামী লীগের কর্মী ছিলেন।
তিনি বলেন, নিহত নারীর স্বামীর নাম অমূল্য বিশ্বাস। তারা রাজধানী গোলাপবাগ এলাকায় থাকতেন। মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা করেছে। সেই মামলায় সিএনজি চালক মামুন কাজী বর্তমানে কারাগারে আছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক