বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই স্লোগান নিয়ে দিবসটি পালনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
নগর ভবনের সামনে বেলুন-ফেসটুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। সভায় পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও নারী নেত্রী রাবেয়া খাতুন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ