বীর মুক্তিযোদ্ধা টাইগার জলিল সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব এন্ড ফিটনেস জীমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীল দক্ষিণখানের ফায়দাবাদ ট্রান্সমিটার সংলগ্ন বাইতুর রউফ জামে মসজিদে এ আয়োজন করা হয়।
এছাড়া একই দিনে আটিপাড়া জামে মসজিদেও ইফতারের আয়োজন করে ক্লাবটি। প্রায় ৫০০ দুস্থ নারীর মাঝেও এদিন ক্লাবের মহিলা সদস্যরা ইফতার বিতরণ করেন।
এতে সহযোগিতা করেন মহিউদ্দিন কাদের ও তার বন্ধুরা, অনু আফরোজা, রাকিবুল হোসেন বুলবুল, এনাম আযাদ, সামসুদ্দিন, শ্যামো্ল, জামিল, অংকুর, সাহাবুদ্দিন, রায়হান, আসলাম, পলাশ, সুলতান, সাগর, জাকির মোল্লা, সুমন, মামুন, ইঞ্জি. মামুন, মিথুন, জাহাঙ্গীর, জামিল, হারু, শাহেদ, শাফিন, মেহেদি, সুজন, রাজু, তুষার, নিল, রুহান, আলাউদ্দিন, পিন্টু, মহাসিন, অর্ক, রামিম, আসফাক, আছিফ, সজল, আইমান, জালাল, মাহমুদ, ইভন, কামাল, মান্নান, বিপ্লব, তাজেলসহ আরও অনেকে।বিডি প্রতিদিন/হিমেল