সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহের যুগপৎ ধারায় ঐক্যমত ঘোষণা করেছে জাতীয় সংহতি মঞ্চ।
বুধবার বিকেলে রাজধানীর ফকিরাপুলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় বলা হয়, সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহের যুগপৎ ধারায় জাতীয় সংহতি মঞ্চ ঐক্যমত পোষণ করছে।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মুফতি ওমর ফারুক, মাওলানা যোবায়ের হোসেন, আমির হোসেন হিরা, আরিফুর রহমান, মাওলানা আসাদুল্লাহ, মোহাম্মদ মিলন প্রমুখ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        