রাজধানীর ভাটারায় মো. আবুল কাশেম (৪১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
শনিবার রাতে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকায় র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড টাকা জব্দ করা হয়।গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব-১ এর সহকারী পরিচালক পারভেজ।
বিডি প্রতিদিন/এমআই