রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাতুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স ৬০ বছর।
রবিবার (২৭ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
জিন্নাতুল বেগমের নাতি সাজু আহমেদ জানান, মিরপুর কাজীপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার নানীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ