নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে। গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ শিমরাইল হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো: নুর মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রাতে অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন