১৩ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ। সোমবার ঢাকা জেলার সাভার থানা এলাকার বিলামানিয়া তেতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান তাজহাট থানার ওসি হোসেন আলী।
পুলিশ জানায়, তাজহাট থানা এলাকার ধর্মদাশ মসজিদ পাড়া এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়ার (৬৫) নামে ১১টি সিআর সাজা ওয়ারেন্ট ও ২টি সাধারণ সিআর ওয়ারেন্টসহ ১৩ মামলার ওয়ারেন্ট ছিল। ২০১৪ সাল থেকে ওয়ারেন্টগুলো পেন্ডিং ছিল। দীর্ঘ ৯ বছর থেকে উক্ত ব্যক্তি পলাতক ছিলেন। প্রত্যেকটি ওয়ারেন্টে আলাদা আলাদা বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত। সবগুলো মামলা সেনা কল্যাণ সংস্থার। অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন।
তাজহাট থানার ওসি হোসেন আলী জানান, উক্ত আসামী ৯ বছর থেকে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই