১৯ অক্টোবর, ২০২৩ ১৭:১৮

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’র আয়োজনে ছাত্র-শিক্ষক-অভিভাবক-সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা দুপুর ২টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ফ্যাসিবাদী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, জোটের মুখপাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুবসহ ১৫টি ছাত্র সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর ১৫টি সংগঠন নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ গঠিত হয়। সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (তাসমিয়া প্রধান), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুতফর), ছাত্র জমিয়ত বাংলোদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

এরআগে, গত ৯ অক্টোবর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর