২৪ অক্টোবর, ২০২৩ ১৮:২৫
সনাতন ধর্মাবলম্বী মাত্র ১৯ জন

হারাগাছ পৌর এলাকায় কোনোদিন দুর্গাপূজা হয়নি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হারাগাছ পৌর এলাকায় কোনোদিন দুর্গাপূজা হয়নি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় কখনো দুর্গাপূজা হয়নি। এই পৌরসভায় সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন মাত্র ১৯ জন। ফলে সনাতন ধর্মের কোনো উৎসবও নেই এই পৌরসভা এলাকায়।

পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ পৌরসভা ১৯৮৯ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। পৌরসভার আয়তন ১৬ দশমিক ৩২ বর্গ কিলোমিটার। পৌরসভার জনসংখ্যা প্রায় এক লাখের মতো। ভোটার সংখ্যাও রয়েছে অর্ধলাখের ওপর। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভা। এই পৌরসভার প্রায় ১০০ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। ফলে এখানে পূজা-পার্বণের কোনো উৎসব হতে দেখা যায় না। হারাগাছ পৌসভার ৯টি ওয়ার্ডের কোথাও দুর্গাপূজা হয় না। হয়না সনাতন ধর্মের কোনো অনুষ্ঠান।

স্থানীয়রা এর কারণ হিসেবে মনে করছেন এখানের সনাতন ধর্মের লোকজন নেই। পূজাপার্বণ করার মতো হিন্দু সম্প্রদায়ের লোক এই পৌর এলাকায় নেই। তবে সনাতন ধর্মাবলম্বীদের মতে হারাগাছ একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে সনাতন ধর্মের লোকজন না থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগী হয়ে পূজার আয়োজন করতে পারেন। হারাগাছে একটি পূজা মণ্ডপ করা হলে আশপাশের ইউনিয়নগুলো থেকে লোকজন এসে এখানে পূজা করতে পারত।

হারাগাছ পৌরসভার প্যানেল মেয়র সহিদুল ইসলাম বলেন, হারাগাছ পৌরসভায় মাত্র ১৯ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে। তাই কেউ উদ্যোগী হয়ে এখানে পূজার আয়োজন করেন না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর