২ নভেম্বর, ২০২৩ ১৮:৪৯

অবরোধের প্রতিবাদে রাজধানীতে মিছিল

অনলাইন ডেস্ক

অবরোধের প্রতিবাদে রাজধানীতে মিছিল

অবরোধের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মিছিলটি বাড্ডা থেকে বের হয়। এরপর কুড়িল বিশ্বরোড, রামপুরা মালিবাগ, চৌধুরীপাড়া হয়ে উত্তর বাড্ডা রোডে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন হেদায়েত উল্লাহ রন সিআইপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন, সাবেক ছাত্রনেতা মো: শাহাদাত হোসেন সিকদার সুমন, হাজী বিল্লাল হোসেন, রুহুল আমিন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, সাবেক ছাত্রনেতা ওয়াসিকুর রহমান বাবু, হাজী আব্দুস সাত্তার, ওমর শরীফ দিপু, সাজেদুল ইসলাম রাকিব, যুবলীগের বাড্ডা থানার আহ্বায়ক কায়সার মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য নাদিম আহমেদ, মীর রাসেল, হুমায়ুন  কবির সরকার, মোহাম্মদ জসিম, পলাশ মোল্লা, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পলাশ, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া হিমেল, ভাটারা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উল্লাস, ভাটারা থানার যুবলীগ নেতা মো: মিলন।

মিছিল পরবর্তী পথসভায় সকলকে নিয়ে রাজপথে থেকে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতে দৃঢ় শপথ ব্যক্ত করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন ও হেদায়েত উল্লাহ রন সিআইপি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর