১৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৭

ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারের প্রস্তাব দিলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারের প্রস্তাব দিলেন নুরুল হক নুর

সংগৃহীত ছবি

ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে। সরকারকে সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে সে উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে নুর এসব কথা বলেন। 

এর আগে সকাল পৌনে ১১টায় পুরানা পল্টন মোড় থেকে গণঅধিকার পরিষদ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে অভিযোগ করে নুর বলেন, আমরা মিছিল করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়।

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  হাসান আল মামুন, মাহফুজুর রহমান, রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর