২৪ জানুয়ারি, ২০২৪ ১৭:০৭

বরিশালে ৬ দফা দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬ দফা দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ

জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী ও মহানগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। বক্তারা ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে ছাত্রফন্টের একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর