রাজধানীর গুলিস্তানে নবাবপুর রোডের একটি ভবনে লাগা আগুন আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে নবাবপুর রোডের চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ৫৫ মিনিটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নবাবপুর রোডের চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে রাত ১২টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ৫৫ মিনিটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ