সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস ও অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্য (ওসি) সওগাতুল আলম।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের বাস চালক জহিরুল ইসলাম ও গাজীপুরের কোনাবাড়ি থেকে অ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাংগল জোরা গ্রামের আয়নাল হকের ছেলে অ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসান (২১) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে শ্যামলী পরিবহনের বাস চালক মো. জহিরুল ইসলাম (৪৮)।
বিডি প্রতিদিন/হিমেল