কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেছে।
এর আগে রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে কবির শিকদারের সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। এছাড়া আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন বলে জানা যায়।
গ্রেফতার কবীর শিকদারের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মইনুল ইসলাম জানান, আজ বিকেলে গ্রেফতার কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন