রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে সাতটি মামলার আসামি মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে পিন্টুকে (৫৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) মতিঝিল বাণিজ্যিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, জনৈক মিজানুর রহমান শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে ৯ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফসি ইসলামী ব্যাংক শাখার সামনে পৌঁছলে আগে থেকেই ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের মধ্যে একজন ছিলেন ব্রিফকেস হান্নান। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। টহল পুলিশ তাদেরকে ধাওয়া করে মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার হান্নানসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় ছিনতাইয়ের একটি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল