জাগো ফাউন্ডেশন ও টিকটকের যৌথ উদ্যোগে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
মূলত তরুণদের অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতন করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
২০২২ সালে শুরু হওয়া ক্যাম্পেইনটি এ পর্যন্ত এক লাখেরও বেশি তরুণ-তরুণীকে অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের শেষের দিকে একটি ‘ইয়ুথ অ্যাম্বাসেডর ট্রেনিং ক্যাম্প’ আয়োজিত হয়। যেখানে দেশের ৬৪টি জেলা থেকে ১২৮ জন ইয়ুথ অ্যাম্বাসেডর অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ‘ইয়ুথ অ্যাম্বাসেডর ক্যাম্পাস অ্যাক্টিভেশন’ কর্মসূচি। ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশজুড়ে ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ার্কশপ আয়োজন করেন।
ক্যাম্পেইনের চূড়ান্ত পর্ব হিসেবে ঢাকায় ‘ন্যাশনাল অনলাইন সেফটি ডায়ালগ’ আয়োজিত হয়। এতে সরকারি প্রতিনিধি, গবেষক, আইটি বিশেষজ্ঞ এবং ইয়ুথ অ্যাম্বাসেডররা অনলাইন নিরাপত্তার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/কেএ