সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে মা সুপিয়া খাতুনকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (৩২) গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে ভাটিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার সুফিয়া খাতুন সাভারের শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নেহাজ্জুদ্দিন বেপারীর ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার রাতের কোনো এক সময় আওলাদ মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়ার থানার (ওসি) তদন্ত মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার ঘটনার ছেলে আওলাদকে বিকালে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মেডিকল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার একটি হত্যা মামলা দায়ের করা করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ