রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

টানা অবরোধ শেষে চট্টগ্রামে কিছুটা স্বস্তি

টানা অবরোধ ও হরতাল-নৈরাজ্য শেষে চট্টগ্রামে গতকাল কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে নগরীতে যান চলাচলের চাপ ছিল বেশি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত গাড়ির কারণে মিরসরাইয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকাল দুপুরে মহাসড়কের বড়তাকিয়া থেকে মিঠাছড়া পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় শতাধিক গাড়ি আটকা পড়ে। বিকালের দিকে কিছুটা হালকা হলেও সন্ধ্যা নামতেই আবারও সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। সেই সঙ্গে শুরু হয় দীর্ঘ জট। এদিকে চট্টগ্রাম-কঙ্বাজার মহাসড়কের সাতকানিয়া- লোহাগাড়া এলাকায় বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আগেই রাস্তায় গাছ ও পাথর ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। দুপুরের পর থেকে এই রুটে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর