রেডিও চট্টগ্রাম.কম শিরোনামের একটি নতুন অনলাইন রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেছেন দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ। রেডিও স্টেশনটি দুরবীন এন্টারটেইনম্যান্টের তত্ত্বাবধানে থাকবে। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই রেডিওটি প্রতিষ্ঠা করেছে বলে জানান শহীদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ। আমি চট্টগ্রামের ছেলে। তাই দায়বদ্ধতা থেকে কাজটি করছি। এখানে আমার এলাকার কৃষ্টি-কালচার উঠে আসবে।'