বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডির নাম পাল্টে হয়ে গেল সামিরা ভার্ড। গতকাল সন্ধ্যায় প্রেমিক অক্ষয় ভার্ডকে বিয়ে করে নিজের নাম পাল্টান সামিরা। আড়াই বছর ধরে ব্যবসায়ী অক্ষয়ের সঙ্গে প্রেম করছেন সামিরা। গত ডিসেম্বরে বাগদানও সম্পন্ন হয়েছে তাদের। চলতি বছরের এপ্রিলে বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ নির্ধারিত সময়ের আগেই বিয়ের পর্ব সারার সিদ্ধান্ত নেন এ জুটি। বিয়ের পর মধুচন্দ্রিমা পর্ব কোথায় সারবেন, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আগামী মাসে অল্প কিছুদিনের জন্য ভারতের বাইরে মধুচন্দ্রিমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে সামিরা ও অক্ষয়ের। এখন সেই পরিকল্পনাই করছেন তারা। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন সামিরা ভার্ড।