রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হিজরি নববর্ষ শুরু

আজ ১ মহররম, হিজরি ১৪৩৬ সালের প্রথম দিন। গতকাল বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে শুরু হলো নতুন হিজরি বর্ষ। ফলে আগামী ৪ নভেম্বর পবিত্র আশুরা যথাযথ মর্যাদায় পালিত হবে। মহররম মাসের চাঁদ দেখা উপলক্ষে গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর আলহাজ মিছবাহুর রহমান ও ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।

সর্বশেষ খবর