কুয়াশার চাদর মোড়ানো শীতের বয়স বাড়ছে আস্তে আস্তে। অপরূপ প্রকৃতির মোহময় রূপ যেন নতুন রং পায় শীত এলেই। সমগ্র বিশ্বেই শীতকালকে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় মানা হয়। রকমারির এবারের আয়োজনে থাকছে এই শীতে দেশের ভেতর বেড়ানোর মতো কতগুলো আকর্ষণীয় স্থানের আদ্যোপান্ত।