পাকিস্তানের পশ্চিমাঞ্চলে শিয়া তীর্থযাত্রীবাহী একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ইরান থেকে বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় ফেরার সময় বাসটিতে বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল কোয়েটা থেকে ৫৫ কিমি দক্ষিণপশ্চিমের মাসতুঙ্গ জেলায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন মাসতুঙ্গ জেলার সহকারী পুলিশি কমিশনার শাফকাত আনওয়ার।