বুকে সংক্রমণ এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রাতেই তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। এরপর আজ বুধবার সকালে গাজিয়াবাদের যশোদা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও কেজরিওয়ালের ব্যক্তিগত চিকিৎসক ডা. বিপিন মিত্তাল। মুখ্যমন্ত্রীর একটি সিটি স্ক্যান এবং বেশকিছু পরীক্ষা করা হয়েছে। বুকে কফ জমায় গত কয়েকদিন ধরেই তিনি ভুগছিলেন বলে জানা গেছে।
পুলিশকর্মীদের বরখাস্ত এবং দিল্লি পুলিশের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত থেকে নিয়ে দিল্লি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার দাবিতে গত সোম ও মঙ্গলবার পরপর দুইদিন হাড় কাঁপানো শীতের মধ্যেই দিল্লির রেলভবনের সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। সোমবার সেখানেই খোলা আকাশের নিচে কম্বল মুড়ি দিয়ে রাত কাটান তিনি। দিল্লির এই কনকনে ঠান্ডার ফলেই গতকাল রাতে তার জ্বর আসে।
এদিকে, অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর দ্বিতীয় দিনের মাথায় গতকাল রাতে ধর্না প্রত্যাহার করে নেন কেজরিওয়াল।