গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমের দফতরে একটা চিঠি এসেছে। প্রেরক সুনন্দা পুস্করের ছেলে। চিঠির ভাষ্যে মায়ের মৃত্যুর জন্য শশী থারুরকে দায়ী করতে রাজি নয় ছেলে। মা আত্মহত্যা করেছেন, এমনটাও অস্বীকার করেছেন ছেলে শিব মোহন। মায়ের আকস্মিক মৃত্যু ধাক্কা দিয়েছে তাকে। সংবাদমাধ্যমে চলতে থাকা নানা বিতর্ক তাকে মুখ খুলতে বাধ্য করেছে।
চিঠিতে শিব লিখেছে, 'আমার মাকে যারা চেনেন, তারা যানেন মা আত্মহত্যা করতে পারেন না।' সেইসঙ্গে সে এও জানিয়েছে শশী তাকে মারধোর করে ও হত্যা করতে পারেন না।
একদিকে যখন সাব ডিভিশনাল মেজিস্ট্রেট যখন পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে জোর বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তখনই সংবাদমাধ্যমে এল শিবের চিঠি।