কুড়িগ্রাম যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৪ গতকাল অনুষ্ঠিত হয়েছে। পৌর টাউন হলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জাফর আলী, যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তি। সম্মেলন শেষে জেলা যুব মহিলা লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মার্সাদ আক্তার খুকি ও সাধারণ সম্পাদক পদে আসমা আক্তার সাথী নির্বাচিত হয়েছেন।