শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শান্তি মিশনে যোগ দিতে ৯৩ নৌসেনার সুদান যাত্রা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগদানের উদ্দেশে ৯৩ নৌসদস্যের প্রথম দল গতকাল সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌবাহিনীর এ ইউনিট গত বছর থেকে দক্ষিণ সুদানের নদীপথে জাতিসংঘের সরবরাহব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া এই মেরিন ইউনিট বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপত্তা প্রদানসহ জরুরি পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। আগামী ২৮ জুন দ্বিতীয় গ্রুপে আরও ১০৭ জন নৌসদস্য দক্ষিণ সুদানের নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে। আইএসপিআর।

সর্বশেষ খবর