মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন ২০১৬-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল দুপুর আড়াইটায় এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে স্কুল পর্যায়-২ তে ২৩ হাজারে ১৮১ জন আবেদনকারীর মধ্যে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ৫১ হাজার ৬৬ জনের মধ্যে ৯০ হাজার ৯৪৪ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৭ হাজার ৭৮৬ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৫৫ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়-২ ও স্কুল পর্যায়ে পাসের হার যথাক্রমে ৩ দশমিক ২২ শতাংশ ও ২৯ দশমিক ৬৭ শতাংশ। কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ। সার্বিক পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফলাফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.ntrca.teletalk.com.bd) পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর