শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঢাবিতে ইতিহাস বিকৃতির ঘটনায় তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ এবং উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে নীতি-নির্ধারণী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের ওই কমিটির সদস্যরা হলেন— অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. নাজমা শাহীন, মেসবাহ উদ্দিন ও বাহলুল মজনুন চুন্নু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর