‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘তিস্তার ন্যায্য হিস্সা চাই’, ‘তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন চাই’ এসব স্লোগানে বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পাঁচ জেলায় চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩০ অক্টোবর ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। কর্মসূচি অনুযায়ী ৩০ অক্টোবর বিভাগের পাঁচ জেলার সর্বস্তরের মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতা, পরিবহন মালিক-শ্রমিকসহ অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী যে যেখানে থাকবেন, বেলা ১১টায় সেখানেই নিজ নিজ কাজ বন্ধ রেখে ১৫ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস গ্রহণ থেকে বিরত থাকবেন এবং শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে কার্যক্রম বন্ধ রাখবেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির ডাক দিয়েছেন।
দুলু বলেন, ‘সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করে, তবে তিস্তাপারের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অচল করে দেওয়া হবে গোটা উত্তরাঞ্চল।’
এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।