শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সোহরাওয়ার্দী হাসপাতালে চালু হচ্ছে পার্ক

কাল উদ্বোধন

মাহবুব মমতাজী

সোহরাওয়ার্দী হাসপাতালে চালু হচ্ছে পার্ক

দেশে এই প্রথম কোনো সরকারি হাসপাতালে চালু হতে যাচ্ছে বিনোদন পার্ক। যা আগে কখনো কোনো হাসপাতালে চোখে পড়েনি। আগামীকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধনের মাধ্যমে যাত্রা হবে এ পার্কের। রোগীরা সাধারণত হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। কিন্তু হাসপাতালে বিনোদনের জন্য যে পার্ক থাকবে, তা তারা কখনো চিন্তাও করেননি। মনোরম দৃশ্য আর রোগীদের সতেজ রাখার লক্ষ্যে হাসপাতালে চালু হতে যাচ্ছে এ পার্ক। সরকারি বিভিন্ন হাসপাতালে ছোট-বড় বিভিন্ন ধরনের ফুলের বাগান থাকলেও এই প্রথম কোনো হাসপাতালে পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হলো। যেখানে থাকছে শতাধিক ঔষধি ও বিভিন্ন ফুল গাছের সমাহার। পার্কের ভিতরে থাকছে রোগী ও স্বজনদের হাঁটাচলার ছোট ছোট রাস্তা এবং সময় কাটানোর জন্য বসার স্থান। এ পার্কের আগে নাম দেওয়া হয়েছিল লেক গার্ডেন। পরে তা পরিবর্তন করে রাখা হয়েছে পুষ্পপল্লব। প্রায় ৪ একর জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে এ পার্ক। জানা গেছে, ২০১৫ সালে পার্কটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা। পার্কের ভিতরে এরই মধ্যে ৫০টি ঔষধি গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, রোগীরা বেডের মধ্যে বন্দীদশার মতো মনমরা হয়ে থাকেন। সঙ্গের স্বজনরাও সেবার মধ্যে থাকতে থাকতে একঘেয়েমিতে চলে যান। তারা যাতে প্রাণ খুলে হাঁটতে ও কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করতেই পার্কটি করা হয়েছে।

সর্বশেষ খবর