শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিলেটে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে কেক খাইয়ে দিচ্ছেন ও (২) অতিথিদের নিয়ে চট্টগামে কেক কাটেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান —বাংলাদেশ প্রতিদিন

নেপালে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের কারণে গতকাল সারা দেশে বাংলাদেশ প্রতিদিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর—

খুলনা : কেক কাটা, মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা  বিনিময়ের মধ্য দিয়ে সকালে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও বিকালে খুলনা প্রেস ক্লাবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগরী বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আমীর এজাজ খান। রাজশাহী : সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় রাজশাহী ব্যুরো অফিসে। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহিদ উপস্থিত ছিলেন।

রংপুর : সকালে নগরের জি এল রায় রোডে সাইফ কার্যালয়ে কেক কেটে জন্মদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। সিলেট : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে গিয়ে শেষ হয়। পরে রেড ক্রিসেন্ট মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদও উদ্দিন আহমদ কামরান, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস।

, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, মুক্তিযুদ্ধ অনুশীলন সভাপতি আল আজাদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আবদুর রকিব তুহিন, ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিব উস সালাম রিজভী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি নির্মল সিংহ, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ প্রমুখ।

বরিশাল : বরিশাল ব্যুরো অফিসে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম ইমামুল হক, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল সরকার, চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান শাহীনা আজমীন ও দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

সর্বশেষ খবর