Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৪

চট্টগ্রামে খাতের বিদেশি চালান

আনা হয়েছে ইথিওপিয়া থেকে, ঠিকানা খুঁজে পাচ্ছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে খাতের বিদেশি চালান

ভয়ানক মাদক ইয়াবার পর এবার নেশা ছড়াচ্ছে ‘খাত’। ইথিওপিয়া থেকে বাংলাদেশে পাঠানো ২০৮ কেজি খাত আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। প্রথমবারের মতো আটক হওয়া খাতগুলো আনা হয় ‘গ্রিন টি’ ঘোষণা দিয়ে। দুটি চালানের মাধ্যমে খাতগুলো দেশে পাঠানো হয়। গতকাল দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈদেশিক ডাক বিভাগের মাধ্যমে গত ৩০ আগস্ট চট্টগ্রামে আসে খাতের এই দুটি চালান। এর আগে এগুলো এসেছিল ঢাকা পোস্ট অফিসে। সেখান থেকে চট্টগ্রাম ও ফেনির পৃথক দুই ঠিকানায় পাঠানো হয়, যার দুটি পার্সেল চট্টগ্রামে পাঠানো হয়। পোস্ট অফিসের মাধ্যমে মাদক  আসার গোপন খবর পেয়ে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ তখন পার্সেল দুটি ৬ সেপ্টেম্বর আটক করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে সত্যতা পায় যে এগুলো গ্রিন টি নয় বরং ভয়ানক মাদক খাত।

কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান বলেন, ‘একই সময়ে দুটি আলাদা পার্সেলে মোট ১৩টি কার্টনে ২০৮ কেজি খাত বাংলাদেশে আসে। এগুলোর একটির প্রেরক ইথিওপিয়ার জিয়াদ মোহাম্মদ, প্রাপকের নাম লেখা হয়েছে মো. ইফতেখার হোসেন। আরেকটি পার্সেল এসেছে ইথিওপিয়ার জেমিরা ট্রেডিং (পিএলসি) থেকে। এটির প্রাপক আরিফ এন্টারপ্রাইজ।’

তিনি বলেন, ‘এতদিন তদন্ত করে দেখে, আমরা নিশ্চিত হলাম এটি খাত। তদন্তে দেখা যায়, যেসব ঠিকানায় পাঠানো হয়েছে সেগুলো সঠিক নয়। ভুয়া ঠিকানা ও প্রেরকের নাম ব্যবহার করা হয়েছে। তবে কারা এই বিপুল পরিমাণ খাত আমদানির সঙ্গে যুক্ত তা খুঁজে দেখা হচ্ছে।’


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর