সিলেট-১ আসনে এবার হবে আওয়ামী লীগ ও বিএনপির দুই নবীনের লড়াই। লড়াইয়ে জিততে চান দুজনেই। আলোচিত এ আসনটিতে আওয়ামী লীগকে হ্যাটট্রিক বিজয় এনে দিতে চান ড. এ কে আবদুল মোমেন। অন্যদিকে পুনরুদ্ধার মিশনে আশাবাদী বিএনপির খন্দকার আবদুল মুক্তাদিরও। সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মুহিতের ছোট ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এবার প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ড. মোমেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হতে চান তিনি। ড. মোমেন মনে করছেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে সিলেটসহ সারা দেশেই উন্নয়ন করেছে। এর ফলে সাধারণ মানুষ এবারও নৌকা প্রতীকে ভোট দেবে। সিলেট-১ আসনে টানা দুবারের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। এবার জয়ের মাধ্যমে এ আসনে আওয়ামী লীগকে হ্যাটট্রিক জয় এনে দিতে চান মোমেন। ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘গত ১০ বছর সারা দেশের মতো সিলেটেও ব্যাপক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ, এবারও নৌকাকে বিজয়ী করে সিলেটে হ্যাটট্রিক জয় হবে। দল এবার যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর গতকাল দুপুরে নগরীর ধোপাদীঘির পূর্বপাড়ে নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ড. এ কে আবদুল মোমেন। এরপর তিনি নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় গণসংযোগ ও বাগবাড়ি বর্ণমালা স্কুল মাঠে সভা করেন। এদিকে এ আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। ১৯৯১ সালে এ আসনে তাঁর বাবা খন্দকার আবদুল মালিক বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। এবার ছেলেও জয়ের বন্দরে পা রাখতে চান। তিনি মনে করছেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার যে ‘জুলুম নির্যাতন’ চালিয়েছে, তার ‘জবাব’ এবার নির্বাচনে দেবে মানুষ। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত খন্দকার মুক্তাদির। তিনি বলছেন, বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় চলছে, লেভেল প্লেয়িং ফিল্ডও নেই। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘এখনো সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। আমরা নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছি।’ গত ১০ বছর ‘সরকার জুলুম নির্যাতন করেছে’ দাবি করে মুক্তাদির বলেন, ‘এই জুলুম নির্যাতনের জবাব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এবারের নির্বাচনে। মানুষ ধানের শীষে ভোট দিয়ে এর প্রতিশোধ নেবে।’ এদিকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির গতকাল প্রতীক পেয়েই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি দরগাহ গেট, চৌহাট্টা এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
শিরোনাম
- প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
নির্বাচনী হাওয়া সারা দেশে
হ্যাটট্রিক চান মোমেন আশাবাদী মুক্তাদির
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন
১৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম