বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ ফজলে ফাহিমকে এফবিসিসিআইর পরবর্তী সভাপতি হিসেবে সমর্থন

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরবর্তী সভাপতি হিসেবে সংগঠনটির বোর্ড অব কাউন্সিলের সভায় বিভিন্ন চেম্বারের নেতারা শেখ ফজলে ফাহিমকে পূর্ণ সমর্থন দিয়েছেন। বর্তমানে তিনি এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি। গতকাল এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় বিভিন্ন বিভাগ, জেলা, মেট্রোপলিটন চেম্বার এবং মহিলা চেম্বারের সভাপতিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের সুসম উন্নয়নে বিভিন্ন জেলার  অবকাঠামোগত উন্নয়ন, দেশের আর্থিক ও রাজস্ব নীতির ধারাবাহিকতা বজায় রাখা ও করের পরিধি বাড়ানো হয়েছে। কিন্তু করহার কমিয়ে আনা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারমূলক সহায়তায় জায়গায় পিছিয়ে রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে বৃহত্তর রংপুর অঞ্চলে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন এবং দিনাজপুর ও নীলফামারীতে গ্যাসলাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ ভ্যাট আদায়ের ক্ষেত্রে রাজস্ব বিভাগের হয়রানির অবসান চান। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম জেলা চেম্বার নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং নির্দিষ্ট বিষয়গুলোতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, এফবিসিসিআইর এবারের নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর