সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

জাতীয় প্রেস ক্লাবে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় প্রেস ক্লাব বারবিকিউ নাইট উদযাপনের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির শেষ দিন ছিল গতকাল।

শেষ দিনে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ক্লাবের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরবর্তীতে প্রেস ক্লাব মিলনায়তনে ফিতা কেটে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সন্ধ্যায় ক্লাব সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে বারবিকিউ নাইট কর্মসূচিতে অংশ নেন। এ সময় ফরিদা ইয়াসমিন ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও  বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি।জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো বারবিকিউ নাইট আয়োজনের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করতে চেয়েছি। এতে আপনাদের আন্তরিক অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।  এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে শনিবার প্রথম দিনের কর্মসূচিতে ছিল শিশু-কিশোরদের ছবি আঁকা ও গল্প-গান পরিবেশন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর