মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

দ্রুততার সঙ্গে চলছে কর্মযজ্ঞ, এ বছর শেষে উৎপাদনে যাবে কয়েকটি প্রতিষ্ঠান

মুহাম্মদ সেলিম, মিরসরাই থেকে ফিরে

দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

দৃশ্যমান হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ বছরের মধ্যেই শেষ হবে এ অর্থনৈতিক অঞ্চলের প্রথম পেইজের অবকাঠামোগত উন্নয়ন কাজ। এমনকি উৎপাদনে যাবে পাঁচটি শিল্প প্রতিষ্ঠান। কাজের গতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই দেশের সর্ববৃহৎ এ অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান হওয়ার আশাবাদ ব্যক্ত করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ বছরের শেষের দিকে পাঁচটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো সে লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।’ এ ছাড়া পেইজ-১-এর ব্রিজ, কালভার্ট, সড়কসহ সব ইউটিলিটি সংস্থার কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। এতে করে চলতি বছরে দৃশ্যমান হবে এ অর্থনৈতিক অঞ্চল। সরেজমিনে দেখা যায়, দেশের লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের পশ্চিমে হাজার হাজার একর এলাকা জুড়ে চলছে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর তৈরির কাজ। বড়তাকিয়া বাজার থেকে অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত তৈরি করা হচ্ছে ১০ কি.মি. দৈর্ঘ্য প্রধান সড়ক। এ সড়কের নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সরণি। চার লেন এ সড়কে করা হচ্ছে বালু ভরাট, তৈরি হচ্ছে ব্রিজ, কালভার্ট। দেশের   সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলকে ৩০টি ভাগে বিভক্ত করে চলছে মহাকর্মযজ্ঞ। বর্তমানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পেইজ-১ উন্নয়নে বেজা ও এসবিজি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করছে। এ বছরের মধ্যে শেষ হবে ১১ কিলোমিটার সড়ক, চারটি ব্রিজ ও একটি কালভার্টের কাজ। চলতি বছরের শেষে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে পাঁচটি শিল্প প্রতিষ্ঠানের।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর