Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ মে, ২০১৯ ০১:৩৪

অসহায়-দরিদ্র নেতা কর্মীদের পাশে মহানগর দক্ষিণ যুবলীগ

নিজস্ব প্রতিবেদক

অসহায়-দরিদ্র নেতা কর্মীদের পাশে মহানগর দক্ষিণ যুবলীগ

অসহায়-দরিদ্র নেতা-কর্মীদের পাশে দাঁড়াবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। রাজধানীর দক্ষিণের বিভিন্ন পাড়া-মহল্লায় ইফতার-সাহরির খাবার বিতরণের পাশাপাশি ঈদে সেমাই, মিসরি, চাল-ডালসহ নতুন জামা কাপড় বিতরণ করা হবে। গতকাল বিকালে এক বিশেষ সভায় এমন ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। কাকরাইলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসহায়-দরিদ্র নেতা-কর্মীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমাদের দলে অনেক গরিব-অসহায় নেতা-কর্মী আছেন, যাদের অনেকেই কষ্টে জীবন যাপন করেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী  এসব নেতাদের পাশে দাঁড়াব।

একই সঙ্গে ঈদের আগে জামা কাপড়সহ ঈদ সামগ্রী সেমাই, চিনিসহ নানা খাদ্য সামগ্রী তুলে দিব। তিনি বলেন, আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রমজানে এমন উদ্যোগ নিয়েছি।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর