বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে রেলওয়ের নিয়োগে অনিয়ম দুদকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে রেলওয়ের ওয়েম্যান পদে নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের কাছে অভিযোগ আসে, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে মৌখিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম হচ্ছে। এ ঘটনায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম গতকাল অভিযান পরিচালনা করে। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, দুদক টিম জেনারেল ম্যানেজার (পশ্চিম) এবং নিয়োগ পরীক্ষার আহ্বায়ক কমিটির কাছে পরীক্ষার তথ্যাবলি জানতে চাইলে তারা তথ্য সরবরাহ করতে ব্যর্থ হন। এদিকে ঢাকা ওয়াসা মডস জোন-২ এ গ্রাহকদের অভিযোগ যথা নিয়মে নিষ্পত্তি হয় না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শারিকা ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম একটি অবৈধ সংযোগের বিষয়ে জানতে পারে এবং দ্রুত ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়।

এ ছাড়া আবাসিক, কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল সংযোগের মাসিক বিলের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম পাওয়া যায়। এ অনিয়মের অভিযোগে ওই জোনের একজন মিটার রিডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়াও সরেজমিন অভিযানে একাধিক গ্রাহকের সঙ্গে টেলিফোনে কথা বললে তারা সমস্যার সমাধান হয়নি বলে জানান। অনিষ্পন্ন অভিযোগগুলো দ্রুত নিষ্পন্ন করতে দুদক টিম অনুরোধ করে। এদিকে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের অকেজো ওয়াগন সরবরাহের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করছে দুদক। দুদকের কাছে অভিযোগ আসে, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ইয়ার্ডে বিক্রি হওয়া ওয়াগন সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ প্রেক্ষিতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করে। দুদক টিম এ অভিযোগ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। তথ্যাবলি যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। এদিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে নি¤œমানের কাজ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। টিম দেখতে পায়, সড়ক সংস্কারের এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। টিম এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে এবং চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে রাস্তার ক্ষতি হওয়া যাবতীয় অংশ সংশোধনের নির্দেশনা দেয়। এদিকে দুদক অভিযোগ কেন্দ্রে আসা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও চোরাচালানের অভিযোগে ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর