মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা তিন প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শাহবাগে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আফরোজ রহমান।

জানা যায়, অভিযানকালে শাহবাগের মেসার্স মেডি কোর্স ও পপুলার মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া বেলভিউ ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর