রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নকলে বাধা দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছনাকারী পরীক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরীক্ষার হলে নকলে বাধা দেওয়ায় দুই কলেজশিক্ষককে লাঞ্ছিত করার দায়ে পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পরীক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক। শুক্রবার রাতে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড ও এমএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল সরকারি সিটি কলেজ কেন্দ্রে। এমএড কোর্সের শিক্ষার্থী হিসেবে নাজিম উদ্দিন পরীক্ষায় অংশ নেন। এ সময় কক্ষে দায়িত্ব পালন করছিলেন সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন ও একই বিভাগের অতিথি শিক্ষক আরিফ মাহমুদ। তারা নাজিমের উত্তরপত্রের ভিতর থেকে বইয়ের আস্ত পৃষ্ঠা উদ্ধার করেন। দুই শিক্ষক তার উত্তরপত্র নিয়ে নিলে নাজিম অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে নাজিম উত্তরপত্র কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন এবং হল থেকে বেরিয়ে যান।

সর্বশেষ খবর