বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আগের দামেই কিনতে হবে কোরবানির পশুর চামড়া

গরু প্রতি বর্গফুট ৪৫-৫০, খাসি ১৮-২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর চামড়ার যে দাম গত বছর নির্ধারিত ছিল, সেই দামেই এবারও চামড়া কিনতে হবে। গতকাল ঢাকায় সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যানারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিদ্ধান্ত অনুযায়ী ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা। গত বছরও এই দামই নির্ধারিত ছিল।

বৈঠকে চামড়া ব্যবসায়ীরা দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না বলে অভিযোগ করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চামড়ার দাম কমার আশঙ্কা নেই। আন্তর্জাতিক ও দেশীয় কোনো বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার প্রশ্নই আসে না।

বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, দেশীয় বাজারে ভালো দাম না পেলে চামড়া রপ্তানির বিষয়টি আমরা চিন্তা করব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর