বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

করের টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর, দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভার হাট-বাজার ইজারার সেলামি, ট্রেড লাইসেন্স ফি, ঠিকাদারের বিলসহ নানা রকম আয় ও করের টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এতে এক অর্থবছরেই সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। একটি অডিট আপত্তিতে দেখা যায়, ভুয়া বিল-ভাউচারে অস্তিত্বহীন সিএনজি স্টেশনের নামে গ্যাস ক্রয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা। কমিটি এসব টাকা দুই মাসের মধ্যে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে তা কমিটিকে অবহিত করার নির্দেশনা দিয়েছে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে গতকাল অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, গোমতী ফিলিং স্টেশনের নামে কোনো সিএনজি গ্যাস স্টেশন না থাকা সত্ত্বেও ভুয়া বিল-ভাউচারে এই স্টেশনের নামে বিভিন্ন গাড়ির সিএনজি গ্যাস ক্রয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৫৬ টাকা। পুরো টাকাটাই সরকারের রাজস্ব ক্ষতি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর